নারায়ণগঞ্জের চাষাড়ার রাস্তা দখল মুক্ত চাই

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ যে একটি শিল্প এলাকা তা সকলের জানা। বাংলাদেশের ৮টি সরকারি ইপিজেড এর একটি নারায়ণগঞ্জে অবস্থিত। এখানে বিভিন্ন বিভাগ থেকে লোক জীবিকা নির্বাহের জন্য আসায় এখানকার লোক সংখ্যাও বেশি। লোক সংখ্যা যেমন বেশি তেমনি বেশি যানজট ও পথচারীর ভিড়। বিশেষ করে চাষাড়ায়। নারায়ণগঞ্জের চাষাড়ায় গাড়ি ঢুকলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এর একমাত্র কারণ ফুটপাতসহ রাস্তার বেশি অর্ধেক দখল হকারদের। বাহারী পোশাক, খাবার, মলমূলসহ সব কিছুর পসরা সাজিয়ে হকাররা বসেছে ফুটপাত ও রাস্তার মাঝখানে। ফলে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে গাড়িতে। যা শিক্ষার্থী, অফিস আদালতে কর্মরত মানুষ এবং এখানে বসবাসরত সকলের জন্য চরম ভোগান্তির। এই ভোগান্তি দূর করার জন্য নারায়ণগঞ্জের চাষাড়ার রাস্তা দখল মুক্ত চাই। রাস্তা পরিবহন যাতায়তের জন্য তৈরি তাই পরিবহন চলাচলের জন্য রাস্তা দখল মুক্ত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লাইজু আক্তার

আদমজী, নারায়ণগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধঅচিন্ত্যকুমার সেনগুপ্ত : বাংলাসাহিত্যে আধুনিক ধারার সার্থক রূপকার
পরবর্তী নিবন্ধনির্দেশনা শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ