রেলের নিয়োগে জটিলতা কাটছে। দীর্ঘদিন নানান জটিলতায় রেলের বিভিন্ন পদের নিয়োগ আটকে ছিল। এখন বিভিন্ন বিভাগে একের পর এক নিয়োগ দেয়া হচ্ছে। দীর্ঘদিন মামলাসহ নানা জটিলতায় নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এবার সেই জটিলতার অবসান ঘটেছে। গত ১৩ মে স্থায়ী গেটকিপার/গেটম্যান পদে বড় নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৫০৫ জন রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন ধরে স্থায়ী গেটকিপারের অভাবে প্রায় ট্রেন দুর্ঘটনা ঘটছে। বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ অস্থায়ী গেটকিপার নিয়োগ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করলেও প্রায় সময় গেটকিপারদের অবহেলায় বড় বড় দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর এবার স্থায়ী গেটকিপার পদে বড় নিয়োগ দিয়েছে রেলওয়ে।
এর আগে গত ২০ জানুয়ারি ১ হাজার ৩৮৫ ওয়েম্যান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এর আগে খালাসি পদে নিয়োগ দেয়া হয়েছে ১ হাজার ৮৬ জনকে। পয়েন্টস ম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে ৭৬২ জনকে। এছাড়া সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ দেয়া হয়েছে ৫৬০ জনকে। এবার নিয়োগ দেয়া হচ্ছে দেড় হাজারেরও বেশি স্থায়ী গেটকিপার।
দীর্ঘদিন ধরে রেলওয়েতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ বন্ধ থাকায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল লোকবল সংকটে হিমশিম খাচ্ছে। রেল ভবন সূত্রে জানা গেছে, সাড়ে ১৪ হাজার কম জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে রেলওয়ে। এবার রেলওয়ের জন্য সুখবর হচ্ছে, আগের তুলনায় ১০ হাজারের বেশি জনবল বাড়িয়ে মোট ৪৭ হাজার ৬৩৭ জনবল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন জনবল কাঠামোর তুলনায় রেলওয়েতে শূন্য পদ রয়েছে ২৪ হাজার ৩৫৭ জন। ইতোমধ্যে রেলওয়ে নতুন জনবল নিয়োগ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৩ থেকে ১৪ হাজার জনবল নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশ রেলওয়েতে গেটকিপার, পয়েন্টস ম্যান ও ওয়েম্যান পদগুলো খুবই গুরুত্বপূর্ণ।
গেটকিপার পদে আবেদনের সময়সীমা ১৪ মে থেকে ৩১ মে ২০২৩ পর্যন্ত। এসএসসি বা সমমান পাস করা বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেটকিপার পদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতাসম্পন্ন যারা তারা এই পদে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত। প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আবেদনপত্র পাঠাতে হবে–বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর–৬০১, রেলভবন, ঢাকা। অথবা মো. ময়েনুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর–৩০৪, রেলভবন, ঢাকা।