অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী আগামী ৩ জানুয়ারি। এই উপলক্ষে ‘নাট্যমঞ্চ’ আয়োজন করেছে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা। ৩ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হবে স্মরণসন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
স্মারকবক্তৃতা প্রদান করবেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। স্মরণসন্ধ্যায় ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা–স্মারক ২০২৩’ প্রদান করা হবে নাট্যজন শিপ্রা চৌধুরী ও নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরীকে।
আলোচক থাকবেন নাট্যকার রবিউল আলম ও নাট্যকার অভীক ওসমান। দিলরুবা খানমের সঞ্চালনায় নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা। প্রেস বিজ্ঞপ্তি।