নাটাব যক্ষ্মা নির্মূলে কাজ করে যাচ্ছে

চট্টগ্রাম শাখার কার্যকরি কমিটির সভায় বক্তারা

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর চেয়ারম্যান এবং চট্টগ্রাম নাটাবের নির্বাহী সদস্য শামসুল আলম শামীম বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সেবা প্রদানের মাধ্যমে চট্টগ্রাম নাটাব যক্ষ্মা নিমূর্লে সফল হয়েছে। যক্ষ্মা অতীতে নিরাময় অযোগ্য একটি ভয়াবহ রোগ হিসেবে আতঙ্কের একটি বড় কারণ ছিল। বর্তমানে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে যক্ষ্মারোগ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার কার্যকরি পরিষদের ২য় সভায় তিনি একথা বলেন। সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে নাটাব অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এবং সমিতির আয় ব্যয় হিসাব সভায় উপসহাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন। সভায় বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে এফবিসিসিআই এর সভাপতি মো: মাহাবুবুল আলম এবং এম এ ছবুর কে সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অর্ন্তভূ্‌ক্িত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমিতির কার্যক্রমে সাথে জড়িত সক্রিয় সদস্যদের নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়। সভায় সমিতির বার্ষিক সভা ও অভিষেক আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া নাটাব যক্ষ্মা ক্লিনিক কিভাবে আধুনিকায়ন করা যায় তার উপর গুরুত্বরোপ করা হয়। সমিতি দু:স্থ যক্ষ্মারোগীদের সেবায় রমজানে যাকাত সংগ্রহ করে থাকে, এতে সমাজের বিত্তবানদের নাটাব যাকাত তহবিলে যাকাত প্রদানের জন্য আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সমিতির নির্বাহী সদস্য মো. নোমান আল মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ