নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি স্থাপন

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের নির্মাণ কাজ গত ২০ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আজম উদ্দিন মাহমুদ, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হোসেন শহীদ জাফর আলম, শিক্ষক নুরুল হুদা, তৌহিদুল আলম, জাহানারা বেগম, আনোয়ার হোসেন, মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, দৌলত শওকত, আনোয়ার হোসেন ফরিদ, সাইফুর রহমান সোহান, রাসেল উদ্দিন, শাহ আলম, এরশাদুল আলম, মোমিন, বোরহান ও তানভীর। মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক আনোয়ারুল আজিম। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে এ শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছরে পদার্পণে আহরণের ভার্চুয়াল মিটিং
পরবর্তী নিবন্ধপটিয়ায় শিক্ষার উন্নয়নে দেড়শ কোটি টাকা ব্যয় করেছে সরকার