নাজিরহাট কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজ দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বঙ্গবন্ধু কর্নার ও শিক্ষার্থীদের ক্যান্টিন উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদ সালাহ্‌উদ্দীন চৌধুরী। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া। অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক মার্তুজা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, ডা. মো. নিজাম মোর্শেদ চৌধুরী, অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল আজিম, মো. আলমগীর মিয়া, এস. এম. হামিদুল হক চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম ও মো. ইউনুচ মিয়া। বক্তব্য রাখেন ইয়াছিন আলী চৌধুরী, অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক এস.এম. কাউছার প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কলেজ প্লাটুনের বিএনসিসি ক্যাডেটদের রেজিমেন্টাল এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কলেজের দিঘীতে মৎস্য অবমুক্তকরণ ও কলেজ আঙিনায় বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক নুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবীদের জন্য মোবাশ্বিরা ফাউন্ডেশনের বিশেষ কার্যক্রম
পরবর্তী নিবন্ধপার্ক ভিউ হাসপাতালে নিউট্রিশন বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ