নাজিরহাট কলেজে আলোচনা সভা

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলাধীন নাজিরহাট কলেজে বিভিন্ন আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ উদযাপিত হয়। গত ১৪ এপ্রিল শুরুতেই কলেজের শিক্ষককর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন।

এরপর উপাধ্যক্ষের সভাপতিত্বে এবং অধ্যাপক মোসফেকা চৌধুরী ও সুকান্ত নন্দীর সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব এবং জাতীয় জীবনের ইতিবাচক প্রভাব বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগীয় প্রধান অনোমদর্শী বড়ুয়া, গণিত বিভাগের প্রধান আবুল ফয়েজ মো. মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এস এম কাউছার, মনোবিজ্ঞান বিভাগের প্রধান মিসেস সাবেরা ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মি. তপন কুমার নাথ।

আলোচনা শেষে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগমন ক্লাব গীতা শিক্ষা নিকেতনের সভা
পরবর্তী নিবন্ধকদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণ