নাজিরহাটে আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল কাল

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামীকাল শুক্রবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে আমান শাহ বাড়িতে বাগদাদিয়া খানকা শরিফে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পীরে ত্বরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আলমাদানী। প্রধান অতিথি থাকবেন রৌফাবাদ রশিদিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফী। প্রধান আলোচক থাকবেন ঢাকার নারিন্দা দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি নেয়ামত উল্লাহ আলকাদেরী। বিশেষ আলোচক থাকবেন মুফতি নিয়াজ মাখদুম ফারুকী। মাহফিলে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুল হাই শাহ ও সচিব মোহাম্মদ অভি শাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাঠকর্মীদের পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া মাদ্‌রাসায় মাহফিল আজ