নাগরিক দাবি বাস্তবায়নে ভোটারদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নগরীর ২৪নং আগ্রাবাদ ওয়ার্ডস্থ মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধারণের সাথে মত বিনিময় ও আওয়ামী লীগ দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “চট্টগ্রামের নাগরিক দাবি আদায়ের জন্য আমি জনসাধারণকে নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশের জন্য বিভিন্ন মাধ্যমে সোচ্চার থেকেছি। জলাবদ্ধতা, যানজট, মশক, দখল, দূষণ, মাদক, সন্ত্রাস, দুর্নীতির ব্যাপারে প্রতিবাদে মুখর থেকেছি। চট্টগ্রামের নাগরিক সেবায় কাজ করতে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। সকলের দোয়া ও রায় নিয়ে মেয়র নির্বাচিত হলে আমার প্রতি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও চট্টগ্রামের প্রতি আন্তরিকতাকে সাথী করে আমার নিজের চট্টগ্রামের উন্নয়নের দাবি, আপনাদের স্বপ্নপুরীর চট্টগ্রাম গড়তে অবশ্যই সক্ষম হব ইন্শাল্লাহ্।”
সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বারেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক, ওসমান গণি আলমগীর, রবিউল হাসান সুমন, কাজী মাহমুদুল হাসান রনি, আরিফুল ইসলাম, আবদুল্লা জুবায়ের হিমু, বেলাল সাত্তার, সাইফুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।