নাগরিক সমাজের উদ্যোগে কর্নেল তাহেরের স্মরণসভা

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি চত্বরে গতকাল বৃহস্পতিবার নাগরিক সমাজের উদ্যোগে কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের ছিলেন বিপ্লবী, বাস্তববাদী লেখক, রণকৌশলী, গেরিলা যুদ্ধের নেতা ও সামরিক বিশেষজ্ঞ। মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তম জাতির শ্রেষ্ঠ সন্তান। পশ্চিম পাকিস্থানের সেনা ছাউনি থেকে পালিয়ে ১১০০ মাইল অতিক্রম করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক পা হারান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রায়পুর ইউনিয়নে চার মাসে ১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন