আগের দিনই সাকিবকে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল তার শিশু ভক্ত নাইমের। সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, করেছিলেন বলও। এবার সাকিব তাকে কিনে দিলেন জার্সি। দেশসেরা তারকা নিজেও আর্জেন্টিনার সমর্থক, নাঈমকেও দিলেন ওই জার্সি। সবাই তাকে নাঈম ডাকলেও ওই ভক্ত নিজেই অবশ্য নিজের নাম দিয়েছেন ‘সাকিব’। আগের দিন নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব নিজেই গতকাল বুধবার জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন। বুধবার সেই উপহার বুঝে পেলেন ৬ বছর বয়সী সেই খুদে ভক্ত। নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট (সাকিবের ব্যাট স্পন্সর এসজির) তিনটি জার্সি, দুইটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল আর্জেন্টিনার ফুটবল দলের একটি জার্সি। তিনটি জার্সির মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সিটি বেছে নেয় নাঈম।