নাইক্ষ্যংছড়িতে ২৯ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:৩২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে ২৯ লাখ টাকার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। তার নাম মোহাম্মদ নূরু (৩০)। সে রামু থানার গর্জনীয়া কচ্ছপিয়া ইউনিয়নের ব্যাঙঢেবা গ্রামের মো. রাশেদ মিয়ার পুত্র। গত শুক্রবার ভোর ৬টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৫ পিলার নিকটবর্তী পেঁচাদুমরু (লম্বাশিয়া) নামক স্থান থেকে তাকে আটক করে ফুলতলী বিওপি।
বিজিবি ও স্থানীয় সূত্রগুলো জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে লম্বাশিয়া পাহাড়ের পূর্ব পার্শ্বে লেবু বাগান নামক স্থানে অভিযান চালায়। এসময় ২ সহযোগীসহ নূরু মিয়ানমার থেকে নীল রংয়ের ১টি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের ধাওয়া দিলে নুরু আটক হয়। বাকি দুইজন পালিয়ে যায়। এসময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবার বাজার মূল্য আনুমানিক ঊনত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বলে জানায় সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদকপ্রাপ্তিতে আহমেদ ইকবাল হায়দারকে সম্মাননা
পরবর্তী নিবন্ধদৃষ্টির তারুণ্য আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি