দৃষ্টির তারুণ্য আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:৩৪ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে ‘মুজিববর্ষে যুক্তি তর্কে তারুণ্য’ শিরোনামে আন্ত:ক্লাব বিতর্ক ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত সমাপনিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ও চলচ্চিত্র নির্মাতা রিফাত মোস্তফা টিনা। বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহীদুল ইসলাম হিরু, সাধারণ সমপাদক সাবের শাহ, মুন্না মজুমদার, সাখাওয়াত হোসেন মজুমদার, হোসাইন সামী ও আরিফুল ইসলাম আসিফ। এর আগে সকালে যুক্তিতর্কের স্কুল পর্যায়ের বারোয়ারী বিতর্কের ও ক্লাব পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম মেডিকেল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কের বিষয় ছিলো ‘এই সংসদ মনে করে বাকস্বাধীনতা একটা মিথ’। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘দাবায় রাখতে পারবা না..’ এতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিহা তাবাসসুম এবং ৯ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১ম হয় অপর্নাচরন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামান্থা জাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২৯ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকিং শাখা মুরাদপুর থেকে চকবাজারে স্থানান্তর