নাইক্ষ্যংছড়িতে ২৬ বোতল বিদেশি মদসহ অটোরিকশা চালক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে ২৬ বোতল বিদেশি মদসহ এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. নাছির উদ্দিন (২০) মহেশখালী উপজেলার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চালককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশি মদ জব্দ করে অটোরিকশাটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিদেশি মদসহ অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেই চিকিৎসককে গ্রেপ্তারের কথা জানাল সিটিটিসি
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, টানা ভারী বর্ষণ