নাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের মোহাম্মদ ইমরানকে শোকজ করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল শনিবার দুপুরে নির্বাচন অফিস থেকে পাঠানো চিঠিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্চন অফিসার আবু জাফর ছালেহ বলেন, শুক্রবার জুমার নামাজের পর নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের নিয়ে সভা করেন এবং অফিস উদ্বোধন করেন। এছাড়াও তিনি বেশ কিছু বিষয়ে ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিশেষ করে ইউপি নির্বাচন আচরণ বিধিমালার ৫ নম্বর ধারাসহ বেশ কটি ধারা-উপধারা সুস্পষ্ট লঙ্ঘন করেছেন বলে তথ্য পেয়েছেন। এ কারণে তাকে শোকজ করা হয়।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত প্রার্থীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে এলাকার ভোটাররা জানান, এবারের নির্বাচনে কোনো মেম্বার বা চেয়ারম্যান প্রার্থীই আচরণবিধি মানছেন না। উপজেলার দুই ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ৭১ জন মহিলা-পুরুষ সদস্যের অধিকাংশই নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা ২৬ অক্টোবরের পর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৩২ আসামি গ্রেপ্তার