বাঁশখালীতে ৩২ আসামি গ্রেপ্তার

পূজামণ্ডপে হামলা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত ৩২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকাভুক্ত অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
দুর্গা পূজা চলাকালীন মণ্ডপে হামলার ঘটনায় চাম্বল জেলেপাড়া মন্দিরের পক্ষে সন্ধ্যা মোহন জলদাশ বাদী হয়ে ২১ জ্ঞাত এবং ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এছাড়া নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালী বাড়িতে হামলার ঘটনায় সুরঞ্জিত দেবদাশ বাদি হয়ে ৫০০ জনকে অজ্ঞাত আসামি এবং থানা সদরে হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই মাসুদ বাদী হয়ে ৪১ জনকে জ্ঞাত এবং ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। ঘটনার পর থেকে পুলিশ এসব আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার পর্যন্ত গণ্ডামারা এলাকা থেকে মিশকাতুল হক তানভীর (২১), বৈলছড়ি চেচুরিয়া এলাকা থেকে মো. রিদুয়ানসহ (২৫) ৩২ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, পূজামণ্ডপে হামলার ঘটনার পর সিসিটিভির ফুটেজসহ যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের প্রার্থীকে শোকজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের হার ০.৬৫ শতাংশ