নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি একনালা বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইশারী (তদন্ত) পুলিশ কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেম ও এসআই হাবিবের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোনার পাড়া ফরিদ হোসেনের রাবার বাগান হতে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করে।

 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, হয়ত নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ের জঙ্গলের মধ্য অস্ত্রটি লুকিয়ে রেখেছিল। তাছাড়া গতকাল বিজিবির একটি টহল ঐ এলাকায় টহলে ছিল। যার ফলে সন্ত্রাসীরা অস্ত্রটি লুকিয়ে রেখে পালিয়ে যায়। সকালে রাবার শ্রমিকেরা বাগানে গাছ কাটতে গিয়ে জঙ্গলে লুকানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা অস্ত্রটি উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষিণ জেলা যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে
পরবর্তী নিবন্ধতুরস্কে বিপর্যস্ত মানুষের জন্য একেএমবির ত্রাণ প্রদান