নাইক্ষ্যংছড়িতে ৬ রাউন্ড গুলিসহ জহিরুল মামুন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুমধুম থেকে তাকে আটক করা হয়। জহিরুল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, জহিরুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।












