চট্টগ্রাম মোহামেডান ব্লুজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি ক্লাব। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ইভেন্টে বেশ দাপটের সাথে খেলে যাচ্ছে ক্লাবটি। তবে মাঝে মাঝে ছন্দ পতন ঘটে সাদা–কালো শিবিরের। তবে এই ক্লাব যাতে মসৃণভাবে চলে সে জন্য নতুন করেই যেন যাত্রা শুরু করতে চাইছে ক্লাবটি। গঠন করা হয়েছে নতুন কমিটি। যাদের প্রথম এসাইনম্যান্ট আর কিছুদিন পর শুরু হতে যাওয়া প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। এরই মধ্যে বেশ শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান ব্লুজ। বেশ কয়েক বছর শিরোপা না পাওয়া মোহামেডান ব্লুজ নতুন নেতৃত্বের অধীনে ছন্দে ফিরবে তেমনটি প্রত্যাশা করছে মোহামেডান সমর্থকরা। এবারে গঠিন মোহামেডান ব্লুজের নতুন কমিটিতে গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলমগীর পারভেজ। সভাপতি করা হয়েছে আলহাজ আবদুল বারেককে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে। কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ১১ জনকে। তারা হলেন ছৈয়দ জিয়াউদ্দিন সোহেল, আবু ছৈয়দ মাহামুদ, আবু মোরশেদ, খলিলুর রহমান নাহিদ, আজাদ উল্লাহ নিজাম, মনোয়ার মুন্না, তারেক ইমতিয়াজ ইমতু, আবুল হোসেন, হাফিজুর রহমান, মোঃ লোকমান, তাজুল ইসলাম তাজু। অতিরিক্ত সাধারণ সম্পাদক আদনানুল ইসলাম আদনান। যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান এবং আবু বক্কর ছিদ্দিক। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু। প্রচার ও প্রকাশান সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর ও ক্রীড়া সম্পাদক হাজি মোহাম্মদ জসিম মিয়া। কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ রুবেল, মহিলা সম্পাদিকা জিন্নাত সুলতানা ঝুমা, সহ মহিলা সম্পাদিকা হালিমা বেগম। এছাড়া কমিটির সদস্যরা হলেন জাহেদ আহমদ চৌধুরী, আবু তারেক রনি, সাহেদ মাহমুদ, নেয়ামত উল্লাহ তৌহিদ, মোঃ হামিদুল হক, মোঃ এনাম, আনোয়ার হোসেন রিপন, জাহাঙ্গীর হোসেন ভুইয়া, এস আই রাসেল, আবু সিদ্দিক, বজেন্দ্র বলি, আবু কায়সার, মহসিন সাজু, ইফতেখার উদ্দিন আরাফাত ফাহিম, সাজ্জাদুর রহমান, রাশেদুর দৌলা খান, আবু সাঈদ কানু, ইফতেখার সায়মন, জাহাঙ্গীর আলম পারভেজ, সবুজ চৌধুরী এবং মোহাম্মদ আমির হোসেন মানিক।