নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট মোড়ের ট্রাফিক বক্সে বোমা হামলার ‘মূল পরিকল্পনাকারী’ মো. সেলিমকে (৩৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে একদিনের রিমান্ড শেষে নব্য জেএমবির সামরিক কমান্ডার হিসেবে পরিচিত মো. সেলিমকে আদালতে উপস্থাপন করে কাউন্টার টেররিজম ইউনিট। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। গত ২৯ ডিসেম্বর ভোরে আকবর শাহ থানার পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগাড়ার জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত আবু তালেবের ছেলে। কাউন্টার টেররিজম ইউনিট জানায়, পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এদের মধ্যে ৮ জনই মূল পরিকল্পনাকারী হিসেবে মো. সেলিমের নাম বলেছে এবং তার সম্পর্কে নানা তথ্য দিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ষোলশহর দুই নম্বর গেট মোড়ের পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশসহ ৫ জন আহত হয়। পুলিশ বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সুইচ বোর্ড নষ্ট হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে ট্রাফিক পুলিশ। পরে মামলার তদন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে।