নবীন মেলার পক্ষ থেকে গতকাল শনিবার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল, আব্দুল মাবুদ, ডা.এ ইউ এম সলিম উল্লাহ, সুবীর কুমার নাথ, হারুন রশীদ, সাইফুল আলম বাপ্পি, ইমরান হোসেন জুয়েল, আফিয়া ইবনাত সাইমা প্রমুখ।
এই কর্মসূচি চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












