নববর্ষ

কাঞ্চন দাশ | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। বাঙালির জীবনে নতুন বছরের প্রথম দিন, নতুন বারতা। আজকের সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হল বাংলা ১৪২৮ সালের। বাঙালি জাতির কাছে পহেলা বৈশাখ মানেই হলো নতুন কিছু চাওয়া-পাওয়া। ১৪২৭-এর আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হবে নতুন এক পথচলা। তবে বর্তমান পরিস্থিতিতে পহেলা বৈশাখ আর তেমন ভাবে পালন করা হয় না। গত ১৪২৭ বঙ্গাব্দ মহামারিতে থমকে ছিল পুরো বিশ্ব। যার কারণে নববর্ষ আর তেমন টা ভালো করে পালন করা হয়ে ওঠেনি। বর্তমান পরিস্থিতিতেও এ বছরো ভালোভাবে পালন করা হবে না নববর্ষ। স্বল্প পরিসরে হলেও পালন করা হোক বাঙালি জাতির একটি ঐতিহ্যের দিন পহেলা বৈশাখ। তাই সবার মনে প্রাণে শান্তির সূচনায় বলতে চাই- কৃষ্টি ভরে মিষ্টি মুখে বাজুক মুখে শাখ/ নব দিনে বরণ করবো পহেলা বৈশাখ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখীমন
পরবর্তী নিবন্ধআহা বৈশাখ! আহা নববর্ষ!