বাংলা নববর্ষের শুরুর দিনই পাওয়া গেল করোনায় দেশে রেকর্ড মৃত্যুর খবর। স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার (১৪ এপ্রিল) জানিয়েছে আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৬ জনের। আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৭ লাখ। বিডিনিউজ
গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর এক দিনে এত মৃত্যু আর কখনও দেখেনি বাংলাদেশ। এর আগে সর্বাধিক মৃত্যুর রেকর্ডটি হয়েছিল গত সোমবার। সেদিন ৮৩ জনের মৃত্যুর খবর এসেছিল।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় আজ বুধবার সর্বাত্মক ‘লকডাউন’ শুরু করেছে সরকার।
এর মধ্যে সর্বাধিক মৃত্যুর খবর এলো। আরও ৯৬ জনের মৃত্যুতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৯৮৭ জন।
মাঝে দিনে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়ালেও গতকাল ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটি নেমে এসেছে। এই সময়ে ৫ হাজার ১৮৫ জন রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৩৩ জনের সেরে ওঠার তথ্য এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। তাদের নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত রোগীর হার ২০ দশমিক ৮৯ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০। আর শনাক্ত রোগীদের মৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪২ শতাংশে।