পুরোনো সব বিভেদ ভুলে শপথ করি এই বর্ষে,
সবাই মিলে এক হব আজ মন মাতাবো রোমহর্ষে।
দাম চড়েছে? নাই বা খেলাম ইলিশ নামের মৎস,
সবার সাথে আনন্দ ভাগ! ভুল করোনা বৎস।
সব বাঙালির প্রাণের মেলা বছরেতো একটি দিন!
ভেদাভেদের গ্লানি মুছে নয়া সালকে করো রঙিন!
পূর্ব পুরুষ করতো পালন দাদা–নানা এক সাথে,
সংস্কৃতিকে করব ধারণ আমরা রাখব হাত হাতে।
ভুল করেছি, ভুল করেছো, নতুন দিনের উপাস্যে,
করছি ক্ষমা, করো ক্ষমা, মানবতার আদর্শে।
জাতিভেদ আর বর্ণপ্রথা ছুঁড়ে ফেলো প্রকাশ্যে,
নতুন বছর তোমার আমার কাটুক এবার সহাস্যে!