বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাহায্য অব্যাহত থাকবে নবপণ্ডিত বিহারের জন্য। নগরীরর কাতালগঞ্জস্থ নবপণ্ডিত বিহারে গতকাল শুক্রবার কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এ কথা বলেন। বিহারের আবাসিক প্রধান রতননান্দ ভিক্ষুর মঙ্গলাচরণের মাধ্যমে প্রিতীশ রঞ্জন বড়ুয়া ও চম্পা কলি বড়ুয়ার সঞ্চলনায় কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. উপানন্দ মহাথের। প্রধান বক্তা ছিলেন ড. প্রণব কুমার বড়ুয়া। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়য়া, চসিক কাউন্সিলর নূর মোস্তাফা টিনু, কমলেন্দু বিকাশ বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুষ্পেণ বড়ুয়া কাজল, ডা. বসুবন্ধু বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, ড. সুব্রত কুমার বড়ুয়া, সিজার বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষন বড়ুয়া, ডা. মৃদুল কান্তি চৌধুরী, দ্বীপানন্দ থেরো, সুনন্দপ্রিয় থেরো, তন্হংকর থেরো। কঠিন চীবর স্মারক গ্রন্থ উন্মোচনে সহয়তা করেন স্বদেশ কুসুম চৌধুরী ও কুনাল চৌধুরী। এর আগে অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি ও বাপ্পার সঞ্চলনায় সকালবেলা অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন জ্ঞাননন্দ মহাথের। ধর্মালোচনা করেন আর্য্যকীতি মহাথেরো, বজিরানন্দ মহাথেরো, জ্ঞানবংশ মহাথেরো, শাসনবংশ থেরো, করুনানন্দ থেরো। আলোচক ছিলেন রবীন্দ্র বিজয় বড়ুয়া, রূপায়ণ বড়ুয়া, অমরেশ চৌধুরী, লায়ন উত্তম কুমার বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, মিন্টু বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, সমীরণ বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।