রাউজান দাশ পাড়া অখিল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। গত রোববার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি পুস্পস্তবক অর্পণ করে শহীদ মিনারটি উদ্বোধন করেন।
এ সময় স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। ফজলে করিম বলেন, প্রজন্মের পর প্রজন্ম শিশুরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে। ভাষা আন্দোলনের ত্যাগ স্মরণ করবে। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্বপন দাশগুপ্ত, প্রধান শিক্ষক অনুপম দাশগুপ্ত প্রমুখ।
 
        
