নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ

রাউজান-হাটহাজারী

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের ১শত ২৫টি সাধারণ ওয়ার্ড (একজন অসুস্থতার কারণে অনুপস্থিত) ও ৪২টি সংরক্ষিত আসনের বিনাভোটে নির্বাচিত মেম্বারগণ শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার উপজেলা পরিষদ হলে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। শপথ গ্রহণের পর জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি তার বক্তব্যে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ভুমিকা রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী। উপস্থিত ছিলেন ১৪ ইউনিয়নের চেয়ারম্যানরা। উল্লেখ্য যে, গত ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে সকলেই বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১৩টি ইউনিয়নের নব নির্বাচিত ১৩ জন চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুল রহমান।
নব নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন আবুল মনসুর, আকতার হোসেন খান সুমন, মো. মুজিবুর রহমান,গড়দুয়ারা ইউনিয়নের মো. সরওয়ার মোরশেদ তালুকদার, মো. সালাউদ্দীন চৌধুরী, মো. হারুনুর রশীদ, নুরুল আহসান লাভু, শাহেদুল আলম শাহেদ, মো. জায়নুল আবেদীন, হাসানুজ্জামান বাচ্চু, মো. সরওয়ার চৌধুরী, এম এ খালেক ও মো. জাহেদ হোসাইন জাহেদ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি
পরবর্তী নিবন্ধপটিয়ায় শাপলা কুঁড়ি আসরের সম্মেলন