নদী ও নৌকো

বিপ্রতীপ অপু | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

শক্ত করে ধরে বসো
যাও যদি পা পিছলে
খুঁজে তোমায় পাবো নাকো
পুরো নদী সিচলে।

অবাক তিহা আঁৎকে বলে
বলছো কেন যা তা
এই নদী তো এঁকে রাখা
আমার ড্রইং খাতা?

ছোট্ট ডিঙি নৌকো খানি
দুলছে ডানে বাঁয়ে
তিহামণিও দুলে দুলে
পড়ছে আমার গায়ে।

হেসে কুটি কুটি হয়ে
বলছে আমায়, বোকা
পিচ্চি পেয়ে যেমন তেমন
দিচ্ছো আমায় ধোঁকা।

কিন্তু বাপু ভেবো না কো
দিচ্ছি তোমার ফাঁদে পা
এই নদীটা মিছেমিছে
রঙতুলিতে আঁকা না’।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের প্রত্যয়
পরবর্তী নিবন্ধবিজয় আসুক সবুজ শ্যামল প্রাঙ্গণে