সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট। নদী উত্তাল থাকায় জাহাজের যাত্রীদের লালবোটে করে ঘাটে নামাতে অত্যন্ত বেগ পোহাতে হচ্ছিল। এ সময় জাহাজ ও তীরের মাঝামাঝি স্থানে লালবোট থেকে নদীতে পড়ে যান এক যাত্রী। সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েন বোটের মাঝি মো. মামুন। পরে অপর এক বোটের সহায়তায় ওই যাত্রীকে কূলে নিয়ে আসেন। গত বৃহস্পতিবার দূরে ২টার এ ঘটনা মুহূর্তে এ সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মামুন মাঝির এমন কাজের প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন অনেকেই।
এ বিষয়ে মামুন মাঝির সাথে কথা হয় দৈনিক আজাদীর। তিনি বলেন, আমি লালবোটে করে জাহাজে যাত্রী কূলে নিয়ে আসার সময় কাছাকাছি আসলে হঠাৎ লালবোট থেকে এক যাত্রী নদীতে পড়ে যায়। সাথে সাথে আমার বোটটা কূলের সাথে ভিড়িয়ে নদীতে ঝাপিয়ে পড়ে যাত্রীকে ধরতে সক্ষম হই।
এ সময় আরেকটা লালবোট গিয়ে আমাদের দুজনকে কূলে নিয়ে আসে। সন্দ্বীপের যাত্রীরা দীর্ঘদিন নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে আন্দোলন করে আসছে। যাত্রীরা স্টিমার থেকে কূলে উঠানামার সুবিধার্থে সি–ট্রাক দেয়ার দাবি জানিয়ে আসলেও এখনো তা দেয়া হয়নি।












