আয়রে একটি নতুন সূর্য হাস্যোজ্জ্বল মুখে, আয়রে কেটে অমানিশা শুদ্ধ আলো বুকে। নতুন ভোরে জেগে উঠুক চম্পা বকুল জুঁই, আয়রে ফিরে পরাণ পাখি তোকে একটু ছুঁই। আয়রে ফিরে মুক্ত আকাশ মুক্ত নদী-মাঠ, মুক্ত রাখবো এই পরিবেশ এই নিয়েছি পাঠ। আয়রে ফিরে সবুজ বাতাস আয়রে তাড়াতাড়ি, তোর বীরত্বে যাক নিপাতে ঘাতক মহামারি।