নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে গতকাল বুধবার থেকে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কার্যক্রম শুরু করা হয়। এর আগে পুরোনো ভবন থেকে প্রতিটি দপ্তর যাবতীয় সরঞ্জামাদি নতুন ভবনে নিয়ে আসে। নতুন এই প্রশাসনিক কমপ্লেক্স ভবনে অফিস বরাদ্দ পেয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যানও। তারাও নতুন ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
এই উপলক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু ও জেসি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, এসি ল্যান্ড মো. রাহাত উজ-জামান, পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, আবু মুছা, জাহেদুল ইসলাম লিটু, লায়ন আলমগীর চৌধুরী, ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, ৭ কোটি সাত লক্ষ টাকা ব্যয়ে নতুন প্রশাসনিক ভবন ও আলাদাভাবে আধুনিকমানের হলরুম নির্মাণের কাজ সম্পন্ন হয় সম্প্রতি। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ভবনে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।