নগরীর জিইসি মোড় ও নতুন ব্রিজ থেকে পৃথক অভিযানে ২৯শ’ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জিইসি মোড়ে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উখিয়ার পূর্ব মরিচ্যা গ্রামের মৃত মো. হোসেন ওরফে লোকমান হাকিমের ছেলে মো. রহিম উল্লাহ ওরফে কামাল (২৪) এবং মরিচ্যা গ্রামের অলি আহম্মেদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬)। চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকায় ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় দুই কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর আগে সকাল ৯টায় কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ টোলপ্লাজা এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ মো. রইসুল ইসলাম (১৯) নামের এক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) অঞ্চলের কর্মকর্তারা। রইসুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার গাংগুয়া গ্রামে।