দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হলো বছর। সকালের সূর্যটা নতুন না হলেও ক্ষণটি একেবারেই নতুন। নতুন বছরের শুরুতেই জানাই সবাইকে শুভেচ্ছা। নতুন দিনের সূচনা নতুন করে পথচলা। নতুন প্রাণ নতুন চাঞ্চল্য, নতুন শপথ সবকিছুই যেনো একাকার হয়ে বছরের প্রথম দিনটিতে আসে। অতীতকে গুটিয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেনো অন্যরকম। করোনাকালীন ২০২০- ২০২১ সালের পাওয়া না পাওয়ার স্মৃতি পেছনে নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছেন পুরো বিশ্ববাসী। আমরা খারাপটা ফেলে ভালোটা গ্রহণের মাধ্যমে নতুন বছর পার করতে চাই। নতুন বছরে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ যেনো জাগ্রত হয়। দেশও জাতি যেনো একে অপরের দুঃখ কষ্টে পাশে থাকতে পারে। কারো যেনো বিনা চিকিংসায় মৃত্যু না হয়। শিশুদের যেনো স্কুল ব্যাগ ফেলে শ্রমিক হিসেবে কাজ করতে না হয়, কোনো মানুষ যেনো অনাহারে দিন পার না করে, নারীর প্রতি যেনো আরো শ্রদ্ধাশীল হয়। এটিই যেনো হয় আমাদের নতুন বছরের প্রত্যাশা। জীবন নদীর শান্ত গতিপথ হঠাৎ যেনো আটকে না যায় করোনা নামক ভাইরাসের বাঁকে। বছর বিগত ২ বছরের মহামারি আমাদের জীবনে নতুনত্বের সৃষ্টি করেছে, শিখিয়েছে মানবিকতা, পাশে দাঁড়ানোর নৈতিক শিক্ষা, তুলে ধরেছে জগতের নির্মম বাস্তবতাকে। শিখিয়েছে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতাকে। প্রবহমান এই সময়ের দুনিয়ায় কালের বিস্তারে ২০২২ এ আবারো সবাই এক নতুন দিগন্তের পথে ডানা মেলবে। সকলের স্বপ্ন গুলো যেনো নতুন বছরে নতুন করে জাগ্রত হয়। নতুন করে আবারো সবাই ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিবে সবার মনে। নতুন বছরে প্রিয়জনের মুখে হাসি ফুটুক এই প্রত্যাশা সবার। তাই নতুন বছরে প্রত্যয় থাকবে বিগত বছরের হারিয়ে যাওয়া বা প্রাপ্তির শেষ থেকে শুরু করে আবার যেনো সবাইকে নিয়ে যে কোনো পরিস্থিতিতে একসাথে বাঁচতে পারি।