সুস্থ ও নিরাপদ হয়ে আসুক নববর্ষ

জাহিদ তানছির | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

যেনো খুব তাড়াতাড়ি আরেকটি বছরকে হারিয়ে ফেললাম। তারই সাথে আরো হারিয়েছি কত প্রিয়জন। সময় গড়িয়ে চলছে তারই মত। সুখ-দুঃখের কত স্মৃতি হৃদয়ে গাঁথুনি হয়ে রয়ে গেলো। জীবনে প্রত্যাশা আর প্রাপ্তির অপূর্ণতা বেশিরভাগই বরাবরের মতই অতৃপ্ত। তবুও আশায় বাঁচে মানুষ। বিশ্বাস আর ভালোবাসাটাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগায়। তাইতো নতুনের মধ্যে নিহিত সম্ভাবনা। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় পেছনে ফেলে আসা সময়ের শিক্ষা থেকে। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ সুস্থ ও সুন্দর সমাজ বির্নিমাণে অনেক বেশী গুরুত্বপূর্ণ। নতুন বছরটি প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর বিশ্বাসে সামনের দিনগুলোতে আমি-আমরা সকলে আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে নাগরিক দায়িত্ববোধে সচেতন হই। সুস্থ ও নিরাপদ হোক, আনন্দে, শান্তিতে ভরে উঠুক সবার মন মননে। এই প্রত্যাশায় শুভ যোগে আসুক নববর্ষ।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিক সবার মনে
পরবর্তী নিবন্ধনতুনত্বের অপেক্ষার প্রহর গুণছে পৃথিবী