শৈলী প্রকাশন আয়োজিত ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বর্ণাঢ্য বই উৎসব গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শুরু হয়েছে। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় নতুন প্রজন্ম বইবিমুখ হচ্ছে। তাই বই উৎসবের মধ্যদিয়ে তাদের বইমুখী করে তুলতে হবে। এক্ষেত্রে শৈলী প্রকাশনের এই উদ্যোগ নতুন প্রজন্মকে বইমুখী ও বইয়ের প্রসার বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, সাবেক মহাপরিচালক নেছার আহমদ, পরিচালক দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ। ধন্যবাদ জ্ঞাপন করেন শৈলী প্রকাশনের উপদেষ্টা শিশু সাহিত্যিক রাশেদ রউফ।
আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় উৎসবে স্বরচিত লেখাপাঠ, গান আবৃত্তি ও কথামালায় অংশ নেন ডা. কল্যাণ চক্রবর্তী, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, সংগঠক মাজহারুল হক, সংগঠক মোহসীন চৌধুরী, চট্টগ্রাম একাডেমির পরিচালক শারুদ নিজাম, গোফরান উদ্দিন টিটু, শিক্ষাবিদ ফেরদৌস আরা রিনু, কবি নিশাত হাসিনা শিরিন, কবি মাহবুবা চৌধুরী, গল্পকার বিচিত্রা সেন, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক ববি বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, ছড়াকার লিটন কুমার চৌধুরী, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, কবি সুবর্ণা দাশ মুনমুন, কবি মাহবুবা ছন্দা, ্লনিগার সুলতানা, ছড়াকার মর্জিনা আখতার, অধ্যাপক পিংকু দাশ, সাবেরা শারমিন, তাপস চক্রবর্তী, ফারজানা রহমান শিমু, কবি আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ, এম. কামাল উদ্দিন, সাংবাদিক আরিফ রায়হান, কবি শামীম ফাতেমা মুন্নী, কবি শিরিনি আফরোজ সৌভিক চৌধুরী, মোস্তফা হায়দার, রায়হানা হাসিব, সেলিম তালুকদার আকাশ, গল্পকার রশীদ এনাম, শিশুশিল্পী সামিয়া। অনুষ্ঠানে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু উৎসব উদযাপন করা হয়।
আজকের অনুষ্ঠান : বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসবের আজ দ্বিতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় অধিবেশনে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ রীতা দত্ত। মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শ্যামল কান্তি দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।