‘নতুন প্রজন্মকে প্রত্যয়ী হতে হবে ’

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

সুন্দর ভোরের প্রত্যাশায় আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্মকে শুধু স্বপ্নে বিভোর হওয়া নয় বরং প্রত্যয়ী হয়ে স্বপ্ন বাস্তবায়নের কর্মযজ্ঞে শামিল হতে হবে। পূর্বাশার আলো’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর হাছান মাহমুদ হাসনী উপরোক্ত বক্তব্য রাখেন। গতকাল সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাহ আলম সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জোবায়ের রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক ইমতিয়াজ ইমতু, ওমরগণি এম.ই.এস. কলেজের প্রফেসর আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক। উপস্থিত ছিলেন মো. সেলিম, আসিফ ইকবাল, জিন্নাত সুলতানা ঝুমা, সাইফুদ্দিন খালেদ, তাজুল ইসলাম, সৈয়দ আরমান, অ্যাডভোকেট প্রবাল শীল, আব্দুল্লাহ আল মামুন, মো. টিপু খা, আদালত খান, মো. মোরশেদ, মোস্তাক আহমদ, মো. ইয়াছিন আলম বিপ্লব, শাহরিয়ার জয়, মো. নাজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে জার্নালিজম শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আশ্রয়কেন্দ্রে ১৫ হাজারের বেশি মানুষ