নতুন গান নিয়ে হাজির তারিক মৃধা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

নতুন গান নিয়ে হাজির হলেন সেরাকণ্ঠখ্যাত তরুণ গায়ক তরিক মৃধা। ‘ছাইড়া যদি যাবি’ শিরোনামের গানটিতে মডেল হয়েছেন শাকিলা পারভিন ও জামশেদ শামীম। জসিম উদ্দিনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মিক্স-মাস্টারিংয়ে আশিক মাহমুদের। খবর বাংলানিউজের।
গত শুক্রবার গানটি মিউজিক্যাল ফিল্ম আকারে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ভিডিও নির্দেশনা দিয়েছেন ফারহান আহমেদ রাফাত। অভিনয়ে শাকিলা পারভিন ও জামশেদ শামীম ছাড়া আরও আছেন মুকুল জামিল, দীপ রাজ ও হাসান। আদর সোহাগের স্ক্রিনপ্লে ও সংলাপে চিত্রটি ধারণ করেছেন সানি খান। গানটি নিয়ে তরিক মৃধা বলেন, মাটির সুর আর আমাদের পারিপার্শ্বিক বাস্তবতার প্রতিচ্ছবি পূর্ণ গল্প আমাকে বরাবরই বেশি স্পর্শ করে। তাই এই গানটি আমার কাছে বিশেষ। ভয়েস দেওয়ার সময় ভিডিওর ওই দৃশ্যটাই আমার কল্পনাতে ছিল। কারণ গানটি তৈরি হওয়ার আগেই ভিডিওর গল্পটা নির্বাচন করেছিলাম আমরা। অন্যদিকে নির্মাতা ফারহান আহমেদ রাফাত বলেন, গানের কথা-সুরের সঙ্গে যাতে ভিডিওটা দর্শকদের কানেক্ট করতে পারে, সেভাবেই নির্মাণের চেষ্টা করেছি।

পূর্ববর্তী নিবন্ধফারহানে মুগ্ধ কলকাতার দর্শকরাও
পরবর্তী নিবন্ধবিসিবি একাডেমি কাপ শুরু ব্রাদার্স হারালো পোর্ট সিটিকে