নতুন উদ্যোক্তাদের জন্য আড়াই কোটি টাকার তহবিল ঘোষণা রবির

| মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে উদীয়মান ডিজিটাল উদ্যোক্তাদের জন্য আড়াই কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে রবি। গতকাল সোমবার ঢাকার হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে এ তহবিলের ঘোষণা দেন মোবাইল ফোন অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি। তিনি জানান, রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘আর-ভেঞ্চারস ৩.০’ এর আওতায় শীর্ষস্থানীয় নতুন উদ্যোগগুলোকে এ তহবিল থেকে অর্থায়ন করা হবে। নতুন ডিজিটাল উদ্যোগের পরিচর্যা, বাস্তবায়ন ও সহায়তার জন্য ২০১৯ সাল থেকে আর-ভেঞ্চারস নামে নামে প্ল্যাটফর্মটি গড়ে তোলে রবি। প্রথমবার এ প্ল্যাটফর্মের কার্যক্রম শুধু রবির অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও পরের ধাপে এটি বাইরের উদ্যোক্তাদের জন্যও উন্মুক্ত করা হয়। খবর বিডিনিউজের।
‘আর-ভেঞ্চারস ২.০’ কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মত নতুন তহবিল ঘোষণা করল অপারেটরটি। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ তহবিল থেকে সহায়তা পাওয়া জয় বড়ুয়া লাবলুর গল্প তুলে ধরে একটি ভিডিও দেখানো হয়। হাত নেই অথবা হাত কেটে ফেলতে হয়েছে এমন মানুষদের জন্য স্বল্পমূল্যের রোবটিক হাত তৈরির কাজে সাফল্য পেয়েছেন বাবলু। চলতি ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
বছর জলবায়ু ও উদ্ভাবন বিভাগে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ও পেয়েছে তার উদ্ভাবন।

পূর্ববর্তী নিবন্ধদেশের পরিস্থিতি কানাডার দূতকে জানাল বিএনপি
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেতাদের ‘জ্বালাতনে’ বিরক্ত ওবায়দুল কাদের