নজির ভান্ডার দরবার জেয়ারত শেষে গণসংযোগ শুরু করেছেন ২৮ নং পাঠানটুলী নাগরিক কমিটি মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের। ব্যাটমিন্টন প্রতীক নিয়ে তিনি এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধো শেখ জাহেদ, মুন্সি মিয়া প্রদিপ, লেয়াকত আলী সরদার, হাসমত আলী, আলী, মঈনউদ্দীন হাসান মহিন, জালাল ভূইয়া আসিফ, সোলোমান মিয়া, মো. ইকবাল হোসেন, মো. ইব্রাহীম, আবদুল আলী, মো. হারুনুর রশিদ, রায়হনুল হক মুন্সি, শহিদুল ইসলাম সাইফুল, মো. হোসেন মনা, মো. আলমগীর, আলাউদ্দিন অভি, ইমতিয়াজ ইমু, কুতুব উদ্দিন অভি, ইব্রাহিম মিয়া সজল, গাজী জিদান।
আবদুল কাদের এলাকার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যাটমিন্টন মার্কায় ভোট প্রত্যাশা করেছেন সকলের।