নজরুলের প্রয়াণ দিনে টিভি আয়োজন

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। খবর বিডিনিউজের।
বিটিভি : বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’।
বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’ প্রচারিত হবে সকাল ৯টায়। সংগীত, আলোচনা ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা’ প্রচারিত হবে সকাল ১০ টা ১০ মিনিটে। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’ প্রচারিত হবে বিকাল ৫টা ৩৫ মিনিটে।
চ্যানেল আই : নজরুলের প্রয়াণ দিবসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। সকাল সাড়ে ৭টায় রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিট প্রচারিত হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় ‘সরাসরি নজরুল’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ইজাজ খান স্বপনের পরিচালনায় একক সংগীতানুষ্ঠান। গান শোনাবেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। রাত ১০টায় প্রচার হবে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ১০০ বছরপূর্তি উপলক্ষে একটি তথ্যচিত্র। রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে নজরুল’।
মাছরাঙা টেলিভিশন : আজ সকাল ৭টায় মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুল সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচারিত হবে রাত ৮টা ৩০ মিনিটে। রাত সাড়ে ১০টায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
আরটিভি : নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘মেহের নিগার’ প্রচার হবে আরটিভিতে। নাটকটি প্রচারিত হবে আজ বিকাল ৫টায়। বিকাল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে তথ্যচিত্র ‘তবু আমারে দেব না ভুলিতে’।
এটিএন বাংলা : নজরুলের প্রয়াণ দিবসে এটিএন বাংলার বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ প্রচারিত হবে আজ। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টা ৫০ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধভিডিও বার্তায় অপু বিশ্বাস ‘কথাটা এভাবে বোঝাতে চাইনি’
পরবর্তী নিবন্ধমাত্র ৮ হলে মুক্তি পেল ‘আশীর্বাদ’