ভিডিও বার্তায় অপু বিশ্বাস ‘কথাটা এভাবে বোঝাতে চাইনি’

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

‘কথাটা এভাবে বোঝাতে চাইনি। সন্তানকে নিয়ে আমার যুদ্ধ, পথচলা সব আপনারা দেখেছেন। এ বিষয়ে সবাই জানেন। কথার প্রেক্ষিতে বলেছি, খুব অল্প বয়সে বিয়ে করেছি, বাচ্চা নিয়েছি। হয়তো হুটহাট এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। স্পেসিফিক আমার সন্তানের জন্য কখনও কোনো ভুল নেই। তার জন্য শুধু ক্যারিয়ার কেন, সবকিছুই সেক্রিফাইজ করতে রাজি আছি। সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’। সিনেমাটির প্রচারণায় এখন কলকাতায় আছেন এই নায়িকা। সেখানকার সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অপুকে জিজ্ঞেস করা হয়, ‘জীবনে কোন ঘটনাটি না ঘটলে খুশি হতেন?’ জবাবে নায়িকা বলেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়ে। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো। বিয়ে, বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। ‘জীবনের কোন ঘটনায় খুশি হয়েছেন?’ বিপরীতমুখী এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, মা হওয়াটা। ভুল করে হলেও মা হয়েছি। তবে অপু বিশ্বাসের সেই সাক্ষাৎকারের অংশবিশেষ দেশীয় কিছু গণমাধ্যমে ভিন্ন উপস্থাপনে খবর প্রকাশ হওয়ায় কষ্ট পেয়েছেন এ নায়িকা। বিষয়টি নিয়েই ভিডিওবার্তায় কথাগুলো বলেন অপু। সেখানে তিনি আরো বলেন, ‘আমার ভীষণ কষ্ট লাগছে। আপনারা সবাই আমার কাছের মানুষ। আমার চেয়ে বেশি ভালোবাসবেন আমার সন্তানকে। সেখানে স্পেসিফিক আমার কথাটা না বুঝে, ইমোশন না বুঝে এভাবে না লিখলেও হতো।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী বিজেপি নেত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ!
পরবর্তী নিবন্ধনজরুলের প্রয়াণ দিনে টিভি আয়োজন