চলতি বছর দুটি ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর কোরিয়া মহাকাশে একটি সামরিক নজরদারি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে। সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতের পর এ স্যাটেলাইটের সফল উৎক্ষপণের খবর এলো। তখন মস্কো মহাকাশ কর্মসূচিতে পিয়ংইয়ংকে সাহায্যের প্রস্তাব করেছিল। খবর বাংলানিউজের।
দক্ষিণ কোরিয়া বলছে, স্যাটেলাইটটি অপারেশনাল কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের বিশ্বাস, উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে সাহায্য পেয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে, উত্তর কোরিয়া সীমান্তে আবার তারা নজরদারি শুরু করবে। এর মাধ্যমে দেশ দুটির মধ্যকার ২০১৮ সালের একটি চুক্তির কিছু অংশ স্থগিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।