চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করা নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি এই কথা জানান। এনডিটিভি।
বাইডেন বলেন, আমি আশা করছি প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে কথা বলব…। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের কথা ভাবছে না। বেলুন ভূপাতিত করার বিষয়ে আমি ক্ষমা চাইব না। আমরা সবসময় আমেরিকান নাগরিকের স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিয়ে কাজ করব। খবর বাংলানিউজের। বেলুনের পর ভূপাতিত করা তিনটি বস্তুর সম্পর্কে তিনি বলেন, আমরা জানি না, ওই তিনটি বস্তু কী ছিল। এগুলো অন্য কোনো দেশ থেকে আসা নজরদারি যান কি না, কোনো কিছু তা নির্দেশ করছে না। তিনি আরও বলেন, গোয়েন্দা গোষ্ঠীগুলোর বর্তমান মূল্যায়ন বলছে, এই তিনটি বস্তু সম্ভবত কোনো কোম্পানি বা গবেষণা প্রকল্পের বেলুনের সঙ্গে বাঁধা ছিল। কোনো বস্তু যদি আমেরিকান লোকজনের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়, সেক্ষেত্রে তা ভূপাতিত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি চীনকে ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছেন।