তুরস্ক-সিরিয়ায় নিহত ৪৪ হাজার ছুঁইছুঁই

১১ দিন পর ১২ বছরের শিশু জীবিত উদ্ধার

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কসিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁইছুঁই। দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৪৩ হাজার ৮৫৮ জন। গতকাল শুক্রবার আল জাজিরা এই খবর জানিয়েছে। তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়

বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন। খবর বাংলানিউজের।

এদিকে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ দিন পর ১২ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল দেশটির বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে দ্য ব্রাসেলস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হাতায়ে প্রদেশের একটি ধসে পড়া ভবনের নিচে

২৬০ ঘণ্টা আটকে ছিল ছেলেটি। গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। ভয়াবহ ভূমিকম্পের পর ১০ দিনেরও বেশি সময় কেটে গেছে। উদ্ধার অভিযান আগের চেয়ে কমে

এসেছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। এই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ভবন ভেঙে পড়েছে অথবা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন
পরবর্তী নিবন্ধমহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় মতবিনিময় সভা