নগর বিএনপির ১৮ নেতাকর্মীর আগাম জামিন

পুলিশকে ঢিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে নগরের বহদ্দারহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারার ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় দলটির ১৮ নেতাকর্মীর জামিন দিয়েছে উচ্চ আদালত।

গতকাল হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। শুনানি করেন এডভোকেট মুজিবুর রহমান। গত ২৮ মে দায়ের হওয়া মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল জামিন পাওয়া আসামিরা হলেন নগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, এম.আই. চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম, হাজী ইসমাইল হোসেন বালি, আক্তার খান, আলী আব্বাস, তাহের জামাল, দিদারুল হক কাজীমি, আখতারুজ্জামান চৌধুরীর রাশেদ, মইনুদ্দিন পারভেজ, ইয়াকুব খান বাবু, আব্দুল আল হাসান সোনা মানিক, নুরুল আক্তার চুন্ন, মোহাম্মদ আজগর, আব্দুল মোতালেব, আশরাফ মিয়া অনিক, নাজিমুদ্দিন ও মো. হানিফ।

পূর্ববর্তী নিবন্ধসকালে ৯৫ টাকা, সন্ধ্যায় ৬০ টাকা!
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি সমুদ্র বন্দরের জন্য বরাদ্দ চার হাজার ৩৬৪ কোটি টাকা