চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার(ডিসি) সহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উক্ত বদলির আদেশ জারি করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার বিজয় বসাককে ঢাকা জেলার সিআইডির পুলিশ সুপার, রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার এবং ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ সদর দপ্তরের এআইজি পদে বদলি করা হয়েছে। রংপুরে পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী। পুলিশ সদর দপ্তরের এআইজি আব্দুল্লাহ আল মামুনকে ফেনীর এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানাকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত সাত কর্মকর্তার বদলির বিষয়টি জানানো হয়েছে।