ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৭০ বছরের ওই বৃদ্ধের মৃত্যু হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারের রামুর বাসিন্দা ওই রোগীকে গত ২৯ মে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার মৃত্যু হয়।
গত ১৬ জুন ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয় চমেক হাসপাতালে। ১৪ জুন বেসরকারি পার্কভিউ হাসপাতালেও এক রোগীর মৃত্যু হয়। হিসেবে গত চার দিনে (১৪–১৮ জুন) ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৭৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন।