করোনা রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করার দায়ে নগরীর ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে কিছু দোকান, শপিং মল ও রেস্টুরেন্ট এসব বিধিনিষেধ মানছে না। স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা করছেন তারা। তাই প্রতিদিনের ন্যায় গতকালও নগরীতে অভিযান পরিচালনা করা হয়।