তিযর্ক নাট্যগোষ্ঠীর মঞ্চালোকে ৪৭

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

তিযর্ক নাট্যগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে গত ১৬ মে লকডাউনের মধ্যে দেশ বিদেশে ছড়িয়ে থাকা সদস্যদের অনলাইনের মাধ্যমে যুক্ত করে উদযাপন করে ‘মঞ্চালোকে ৪৭’। তিযর্ক নাট্যগোষ্ঠীর ফেসবুক গ্রুপে লাইভ সমপ্রচারিত হয়। সাঈদ হিরোর পরিকল্পনায় শাহরিয়ার হান্নানের সঞ্চালনায় প্রথমে তিযর্ক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আলমকে যুক্ত করা হয়। নাট্যসাহিত্য বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানানো হয়। তিনি সংক্ষিপ্ত ভাবে তির্যকের শুরুর দশকের প্রযোজনা, উল্লেখযোগ্য অর্জন, তাঁর প্রত্যাশা তুলে ধরেন ও দর্শককে শুভেচ্ছা জানান। তির্যক লিটল থিয়েটারের সদস্য রুমানা শফি যুক্ত হয়ে লিটল থিয়েটারের স্মৃতি ও এর প্রাসঙ্গিকতা আলোচনা করেন। তিনি ‘কাঠের ঘোড়া’ নাটকের একটি গান গেয়ে শোনান। যুক্ত হন সিনিয়র সদস্য ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি খালেদ হেলাল। নাহিদা আক্তার মুন্নী যুক্ত হয়ে তিযর্ক নাট্যগোষ্ঠীতে পারিবারিক আবহের বিষয়টি আলোচনা করেন ও দ্বিতীয় দশকের প্রযোজনা সমূহের উপর আলোকপাত করেন। তিনি ও নাসরিন আক্তার হীরা ‘তীর্থযাত্রা ‘নাটকের অংশ বিশেষ পাঠ করেন। তৃতীয় দশকের প্রযোজনা নিয়ে কথা বলেন ইরশাদ উল্লাহ সাঈদ হিরো। ‘সত্তান্ধ’ নাটকের অংশ বিশেষ পাঠ করেন শাহরিয়ার হান্নান।। তির্যক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক শামীম হাসান যুক্ত হয়ে তার থিয়েটার জীবন ও তার নির্দেশিত নাটক ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে এবং ‘সত্যসন্ধ’ নিয়ে আলোচনা করেন। ‘নননপুরৃ.’ ও ‘রোমিও জুলিয়েট’ নাটকের অংশ বিশেষ পাঠ করে শোনান নাইমা নাজনীন।
সবশেষে সঞ্চালক শাহরিয়ার হান্নান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন করোনার কারণে জনজীবনের সাথে থিয়েটার চর্চায় যে বিরতি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে তার বিকল্প উপায় খুঁজতে গিয়ে ও সকলকে যুক্ত রাখার প্রয়াসে অনলাইনে তিযর্ক নাট্যগোষ্ঠীর ৪৭ বছর পূর্তি উদযাপনের প্রচেষ্টা নেয়া হয়। সপ্তাহব্যাপী তির্যক নাট্যগোষ্ঠীর ফেসবুক গ্রুপে নাট্যজনদের ভিডিও শুভেচ্ছা, তির্যক সদস্যদের ভিডিও উপস্থাপনা এবং নাটক ‘সত্তান্ধ’ ও ‘স্বপ্নবৎ’ প্রচার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠে সাকিবের খেলা দেখতে মুখিয়ে ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধনগরে জেলা প্রশাসনের ৬ ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা