নগরীর ২ সরকারি কলেজে বাড়লো দেড়শ আসন

বিজ্ঞানেই সুযোগ পাচ্ছে আরো ১৪০ শিক্ষার্থী

রতন বড়ুয়া | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৩৭ পূর্বাহ্ণ

একাদশে ভর্তিতে নগরীর ২টি সরকারি কলেজে এবার আরো দেড়শটি আসন বাড়ানো হয়েছে। এর মাঝে বিজ্ঞানেই বেড়েছে ১৪০টি। আর বাকি ১০টি আসন বেড়েছে ব্যবসায় শিক্ষা শাখায়। একাদশে আসন সমন্বয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব আসন বাড়িয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে গতবছরের তুলনায় এবছর অতিরিক্ত আরো দেড়শ জন শিক্ষার্থী প্রথম সারির কলেজ হিসেবে পরিচিত নগরীর সরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক আসন বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেছেন। কলেজ পরিদর্শক বলছেন, সক্ষমতা বিবেচনায় নিয়ে নগরীর দুটি সরকারি কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। দুটি কলেজে এবার মোট দেড়শ আসন বাড়ানো হয়েছে। এরপরও সরকারি কলেজগুলোতে চাপ পড়বে বলে মনে করেন তিনি।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, আসন বৃদ্ধি পাওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। কলেজ দুটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৫০টি আসন বেড়েছে এবার। এর মধ্যে বিজ্ঞানে ১৪০টি এবং ব্যবসায় শিক্ষায় ১০টি আসন বেড়েছে।

কোন কলেজে কত আসন বাড়লো : ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলজিয়েট স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। প্রতিষ্ঠানটির এ দুটি শাখায় এতদিন ৯০ জন করে মোট ১৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল। তবে এবার প্রতিষ্ঠানটির বিজ্ঞান শাখায় এক দফায় ১১০টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে বিজ্ঞান শাখায় ৯০ জনের স্থলে এবার থেকে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে এ প্রতিষ্ঠানে। পাশাপাশি দশটি আসন বেড়েছে ব্যবসায় শিক্ষা শাখায়। এর ফলে প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা শাখায় এবার মোট আসন দাঁড়িয়েছে একশটি। দুই বিভাগে ১৮০ জনের স্থলে এবছর থেকে মোট তিনশ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠানে।

সমপ্রতি সরকারিকরণকৃত চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে মোট ৩০টি আসন বাড়ানো হয়েছে এবার। সব আসনেই বেড়েছে বিজ্ঞান শাখায়। ৩০টি বাড়ানোর পর প্রতিষ্ঠানটির বিজ্ঞান শাখায় এবার আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০টি। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় গতবছরের সমান সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতিষ্ঠানটির মানবিকে আসন সংখ্যা ২২০টি। আর ব্যবসায় শিক্ষা শাখায় আসন সংখ্যা ২৭০টি। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির তিন বিভাগে এবার ৯৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

অন্য কলেজের কোনটিতে কত আসন

চট্টগ্রাম সরকারি কলেজ : চট্টগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান শাখায় ৬৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় গতবছর। আর মানবিক শাখায় আসন ছিল ৩৮০টি। এবারও সমান সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এই কলেজে। আসন সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি প্রতিষ্ঠানটিতে।

হাজী মুহাম্মদ মহসিন কলেজ : সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞান শাখায়

৬৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এবারও সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।

আর কলেজটির মানবিক শাখায় গতবারের ৪৬০টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬১৫টি আসন এবারও অপরিবর্তিত থাকছে। অর্থাৎ কলেজটির আসন সংখ্যায় এবার কোনো পরিবর্তন আসেনি।

সরকারি সিটি কলেজ : সরকারি সিটি কলেজের বিজ্ঞান শাখায় গতবছর আসন সংখ্যা ছিল ৬৬০টি। আর মানবিকের আসন ছিল ৭৬০টি (দিবা ও বৈকালিক শাখায় ৩৮০টি করে)। ব্যবসায় শিক্ষা শাখায়ও ৭৬০টি আসনে (দিবা ও বৈকালিকে ৩৮০টি করে) শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল। কলেজটির তিন বিভাগেই গতবছরের আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫০০টি করে আসন রয়েছে। আর মানবিক শাখায় আসন সংখ্যা ৪০০টি। সবমিলিয়ে কলেজটিতে ১ হাজার ৪০০ জন ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির আসন সংখ্যায় কোন পরিবর্তন আসেনি।

বাকলিয়া সরকারি কলেজ : চট্টগ্রাম গর্ভমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটকে বাকলিয়া সরকারি কলেজে রুপান্তর করা হয় ২০১৬ সালে। এর মাধ্যমে নগরীতে সরকারি কলেজের সংখ্যা আরো একটি বৃদ্ধি পায়। সরকারি কলেজ হিসেবে রুপান্তরের পর কলেজটির তিন শাখায় ভর্তির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। গতবছর কলেজটির বিজ্ঞান ও মানবিক শাখায় ৪৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। আর ব্যবসায় শিক্ষা শাখায় আসন ছিল ৫২৫টি। এবারও সমান সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে কলেজটিতে।

সরকারি কমার্স কলেজ : ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সরকারি কমার্স কলেজে গতবারের ন্যায় এবারও ৯৩০টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

প্রথম সারির কলেজে ভর্তির দুশ্চিন্তা থাকছেই : সবমিলিয়ে মহানগরীর ৮টি সরকারি কলেজে এবার মোট ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৩ হাজার ৫৮০, মানবিক শাখায় ২ হাজার ৬৭০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩ হাজার ৭০০ আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার শুধু জিপিএ৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৫০ জন। এর মধ্যে বিজ্ঞানে জিপিএ৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন (সবচেয়ে বেশি)। মানবিকে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ৪১৭ জন শিক্ষার্থী জিপিএ৫ পেয়েছে। বিশেষ করে বিজ্ঞান শাখায় আসনের তুলনায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনগুন। এতে করে ভালো ফল করেও ‘ভালো’ কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীদের।

অনলাইন আবেদন শুরু আজ : আজ (১০ আগস্ট) থেকে একাদশে ভর্তিতে অনলাইন আবেদন শুরু হচ্ছে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কেবল অনলাইনেই আবেদন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দুজনের মৃত্যু চট্টগ্রামে